বিবিপি নিউজ: আজ সারাদিন অর্থাৎ সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতা কার্ফুর ডাক দিয়েছেন। আর সেই ডাকে সায় দিয়েছেন দেশবাসী। করোনা রুখতে এই জনতা কার্ফুর পিছনে তবে কি আদতে 'লকডাউন' ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী? এমনটাই ভাবাচ্ছে দেশবাসীর।
তবে এবার আরও একধাপ এগিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আজকের এই জনতা কারফিউ অর্থাৎ এই লকডাউন বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করেছেন। আগামী ১০ দিন একরকম বন্ধই চলবে রাজস্থানে। লকডাউন চলাকালীন রাজ্যের প্রতিটি সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছেন গোলাপী শহরের মুখ্যমন্ত্রী। তবে, রাজ্যবাসীর দুর্ভোগ যাতে না হয়, তার জন্য সবজি বাজার খোলা রাখতে বলেছেন। খোলা থাকবে ওষুধের দোকানও। পাওয়া যাবে দুধ-সহ ডেয়ারি পণ্যও। তবে, অন্যান্য দোকানপাট, মল-মার্কেট-সহ বাকিসব লকডাউন থাকবে। দেশে রাজস্থানই প্রথম রাজ্য হিসেবে টানা ১০ দিন লকডাউন ঘোষণা করেছে।
তবে এবার আরও একধাপ এগিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আজকের এই জনতা কারফিউ অর্থাৎ এই লকডাউন বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করেছেন। আগামী ১০ দিন একরকম বন্ধই চলবে রাজস্থানে। লকডাউন চলাকালীন রাজ্যের প্রতিটি সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছেন গোলাপী শহরের মুখ্যমন্ত্রী। তবে, রাজ্যবাসীর দুর্ভোগ যাতে না হয়, তার জন্য সবজি বাজার খোলা রাখতে বলেছেন। খোলা থাকবে ওষুধের দোকানও। পাওয়া যাবে দুধ-সহ ডেয়ারি পণ্যও। তবে, অন্যান্য দোকানপাট, মল-মার্কেট-সহ বাকিসব লকডাউন থাকবে। দেশে রাজস্থানই প্রথম রাজ্য হিসেবে টানা ১০ দিন লকডাউন ঘোষণা করেছে।
