বিবিপি নিউজ: গুগলে সার্চ করলেই উইকিপিডিয়ার তথ্যে মিলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ। এমন তথ্যে একপর্যায়ে অস্বস্তিতে পড়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ। দেখা দিচ্ছে, দিলীপ ঘোষ নাম লিখে গুগল করলে প্রথমেই তাঁর নামে যে উইকিপিডিয়া খুলরে জ্বলজ্বল করে লেখা, ‘এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ’। তবে, তাঁর উইকিপিডিয়া পেজে ক্লিক করলে এমন তথ্য দেখা যায়নি। উইকিপিডিয়ার এই তথ্য বিভ্রান্তি তৈরি করবে বলে অনেকে মনে করছেন।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এটা সম্পূর্ণ ভুল তথ্য। কে লিখেছে, কেন লিখেছে জানি না। কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে। এখনও সংশোধন হয়নি। অনলাইন ভ্রম সংশোধনের অনুরোধও গৃহীত হচ্ছে না।” দিলীপের আরও দাবি, এমন আরও ভুল রয়েছে তাঁর উইকি পেজে।
এদিন সকালে গুগলে দিলীপ ঘোষ লিখে সার্চ করলে দেখা যায় ভুল তথ্যটি সংশোধন করা হয়েছে। তবে গুগলে কারো সম্পর্কে কিছু তথ্য জানতে চাইলে প্রথমেই উইকিপিডিয়া আসে। উইকিপিডিয়াই তুলে ধরে তারকাদের জীবনের খুঁটিনাটি। তবে এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি মিলেছে দিলীপ ঘোষের!


