রাজকীয় অভ্যর্থনায় ঘরে ফিরলেন, পঞ্জাব পুলিশের হাতকাটা অফিসার! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১ মে, ২০২০

রাজকীয় অভ্যর্থনায় ঘরে ফিরলেন, পঞ্জাব পুলিশের হাতকাটা অফিসার!


বিবিপি নিউজ: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পঞ্জাব পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর হরজিত সিংয়। চিকিৎসকেদের প্রচেষ্টায় জোড়া লেগেছে তার কেটে যাওয়া হাত। দীর্ঘ প্রায় আট‌ ঘন্টার প্রচেষ্টায় চন্ডীগড়ের PGI-এ জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হাত পুনরায় জোড়া দেওয়া হয়। এবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বছর ৫০ এর এই অফিসার।

বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে পুলিশ বাহিনীর গাড়ি তাঁকে কর্ডন করে আসছিল। গাড়ি থেকে নামার পরই মিষ্টার সিংয়ের উপর পুষ্পবৃষ্টির বর্ষন হয়। শুধু এলাকাবাসী নয়, তাঁর নিজের পরিবারের মানুষজনও ফুল উড়িয়ে দিল তাঁর উপর। পাতা ছিল রেডকার্পেট। সেই পথে হেঁটেই বাড়ি ফিরলেন সাহসী অফিসার।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল পঞ্জাবের পাটিয়ালার একটি সবজি বাজারে লকডাউন ভঙ্গকারীদের ধরতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশকর্মী। সেখানে লকডাউন কীরকম চলছে, তার নজরদারি করতে গিয়ে তাঁদের আক্রমণের মুখে পড়তে হয়। এর মধ্যে হরজিত সিংয়ের হাত কেটে নেয় সশস্ত্র দুষ্কৃতীরখ। গুরুতর জখম অবস্থায় ASI-কে PGI, চন্ডীগড়ে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক প্রস্তুতির পরে ওই দিনই সকাল ১০টা নাগাদ শুরু হয় অপারেশন। প্রায় আট ঘণ্টা ধরে অপারেশন চলে। অস্ত্রোপচার সফল হয়। ১৭ দিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বৃহস্পতিবার।এবার বাড়ি ফিরে খুব শীঘ্রই কাজে যোগ দেবেন তিনি। 

Pages