কেন্দ্রের তালিকায় রাজ্যে রেড জোন ১০ জেলা, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা - BBP NEWS

Breaking

শুক্রবার, ১ মে, ২০২০

কেন্দ্রের তালিকায় রাজ্যে রেড জোন ১০ জেলা, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

বিবিপি নিউজ: রাজ্যে এক‌ লাফে ১০ জেলা হটস্পট তথা রেড জোনে অন্তভূর্ক্ত হল। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের লেখা চিঠিতে  কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান দেশের মোট জেলার মধ্যে ১৩০ টি লাল তথা হটস্পট, ২৮৪ টি কমলা ও ৩১৯ টি সবুজ জোন জেলার তালিকা দিয়েছেন।

এরাজ্যে করোনা হটস্পট তথা রেড জোনে মোট ১০ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলি হল কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা।

পাশাপাশি রাজ্যের অরেঞ্জ বা কমলা জোনের মধ্যে রয়েছে ৫ টি জেলা এগুলি হল- হুগলী, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ।
এছাড়া মোট ৮ টি জেলা গ্রীন জোনে রয়েছে- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম। তবে এই তালিকা পরিস্থিতি অনুযায়ী রেড, অরেঞ্জ ও গ্রীন জোনে পরিবর্তন হতে পারে।

Pages