বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় কেড়ে নিয়েছে কয়েক লক্ষ মানুষের প্রান। দিন-রাত ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় যুদ্ধ করে চলেছেন চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা। ইতিমধ্যেই ভারতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে ত্রিপাঠীর (৬২)। শনিবার রাতে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এইমসে)’ তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাক্তন বিচারপতি ত্রিপাঠীকে এপ্রিলের ২ তারিখে ভর্তি করানো হয় এইমস-এ। তিনি আক্রান্ত হওয়ার আগে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর কন্যা সহ আরও একজন। কিন্তু পরে তাঁরা দু’জনেই সেরে ওঠেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে করে বিচারপতি ত্রিপাঠীর। অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। শনিবার রাত পৌনে ন’টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় বিচারপতি ত্রিপাঠীর।
ছত্রিশগড় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ত্রিপাঠী অবসরের পর লোকপাল কমিটির সদস্য ছিলেন। চার সদস্যের এই লোকপাল কমিটির অন্যতম বিচারপতি ত্রিপাঠী তাঁর কার্যালয়ে শেষ এসেছিলেন গত ২০ মার্চ। তাঁর রক্তপরীক্ষায় করোনা পজিটিভের প্রমাণ মেলার পরেই গোটা লোকপাল ভবনটিকেই স্যানিটাইজ করা হয়। দিল্লির কিদোয়াই নগরে একটি অ্যাপার্টমেন্টকে স্যানিটাইজ করে সেখানেই রাখা হয় লোকপাল কমিটির বাকি সদস্য ও অফিসারদের।
