ভাইরাসে আক্রান্ত আইন মন্ত্রকের আধিকারিক, বন্ধ কার্যলয়ের একাংশ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

ভাইরাসে আক্রান্ত আইন মন্ত্রকের আধিকারিক, বন্ধ কার্যলয়ের একাংশ


বিবিপি নিউজ: একের পর এক সরকারি দফতরে কর্মীদের করোনায় আক্রান্ত নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের এক কর্মীর দেহে করোনা রিপোর্ট পজেটিভ আসার পরে ফের করোনা ভাইরাসের থাবায় আক্রান্তে হলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের এক আধিকারিক।

জানা গেছে, আইন বিষয়ক বিভাগের ওই উচ্চপদস্থ আধিকারিক গত ২৩ এপ্রিল অফিসে এসেছিলেন। তারপর তিনি ছুটিতে চলে যান। ইতিমধ্যেই শাস্ত্রী ভবনের চতুর্থ তল বন্ধ করে দেওয়া হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে ভবনের এক ও দু'নম্বর গেট। লিফটও বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।

Pages