বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। গোটা শহর, মফস্বল নিস্তব্ধ বিরাজ করলেও ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিদিনেই কোনো না কোনো পোস্টে মাতোয়ারা থাকে নেটপাড়া। টলিউড,বলিউডের অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় থেকে শুরু করে ব্যবসায়ীর।
সোশ্যাল মিডিয়ায়,বেশ সক্রিয় সানি লিওন। কখনও লাইভ তো আবার কখনও মজার মজার পোষ্ট। কিন্তু এবার স্বামী ড্যানিয়েল কে ভয় দেখাতে হাতের আঙ্গুল কাটলেন সানি। নিজেই রান্না করছেন সানি লিওনি। সবজি কাটতে গিয়ে হাত কেটে রক্তাক্ত কাণ্ড। সানির আঙুলে রক্ত দেখে ভয় পেয়ে গেলেন স্বামী ড্যানিয়েল ওয়েবর। এমন সময় কী করবেন ভেবে না পেয়ে যখন দিশেহারা, তখন বুঝলেন সানি নিছক মজা করতেই এরকম করেছেন।
লকডাউনে ফোনে বুঁদ ড্যানিয়েল, তাঁর দিকে কেয়ার করছেন না। তাই নকল আঙুল আর রং দিয়ে তৈরি করেছেন রক্ত। যাতে ড্যানিয়েল ফোন ছেড়ে সানির দিকে নজর দেন। তাই তাকে জব্দ করতেই এমন ফন্দি আটেন। পুরো ঘটনাটির ভিডিয়ো করে ইন্সটাগ্রামে পোষ্ট করেছেন।
সোশ্যাল মিডিয়ায়,বেশ সক্রিয় সানি লিওন। কখনও লাইভ তো আবার কখনও মজার মজার পোষ্ট। কিন্তু এবার স্বামী ড্যানিয়েল কে ভয় দেখাতে হাতের আঙ্গুল কাটলেন সানি। নিজেই রান্না করছেন সানি লিওনি। সবজি কাটতে গিয়ে হাত কেটে রক্তাক্ত কাণ্ড। সানির আঙুলে রক্ত দেখে ভয় পেয়ে গেলেন স্বামী ড্যানিয়েল ওয়েবর। এমন সময় কী করবেন ভেবে না পেয়ে যখন দিশেহারা, তখন বুঝলেন সানি নিছক মজা করতেই এরকম করেছেন।
লকডাউনে ফোনে বুঁদ ড্যানিয়েল, তাঁর দিকে কেয়ার করছেন না। তাই নকল আঙুল আর রং দিয়ে তৈরি করেছেন রক্ত। যাতে ড্যানিয়েল ফোন ছেড়ে সানির দিকে নজর দেন। তাই তাকে জব্দ করতেই এমন ফন্দি আটেন। পুরো ঘটনাটির ভিডিয়ো করে ইন্সটাগ্রামে পোষ্ট করেছেন।
