বিবিপি নিউজ: রাজ্যে ফের করোনায় আক্রান্ত দুই চিকিৎসক। আক্রান্ত আবার সেই পিয়ারলেস হাসপাতালের ২ চিকিৎসক। তাঁদের বিধাননগরের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আরও ১ জন নার্স ও ২ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। পিয়ারলেস হাসপাতালের ২ চিকিৎসকের দেহে আগেই করোনা সংক্রমণ মিলেছিল। এবার করোনার শিকার আরও ২ চিকিৎসক। সঙ্গে আক্রান্ত নার্স ও স্বাস্থ্যকর্মীরাও। সংক্রমণের উৎস খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সমস্ত সুরক্ষাবিধি মেনে চিকিৎসা করলেও ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কী করে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
