জীবনের পাতায় স্মৃতি হয়ে থাকবে, ‌লকডাউনে বিয়ে, লাঠি দিয়ে মালা-বদল বর কনের - BBP NEWS

Breaking

সোমবার, ৪ মে, ২০২০

জীবনের পাতায় স্মৃতি হয়ে থাকবে, ‌লকডাউনে বিয়ে, লাঠি দিয়ে মালা-বদল বর কনের


 বিবিপি নিউজ: লকডাউনের মধ্যে পুলিশের গাড়িতে করে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুবক। এবার লকডাউনের মাঝেই বিয়ে করলেন এক যুগল। তবে সাত ফের থেকে শুরু করে মালাবদল সব জায়গাতেই দেখা গেল সামাজিক দূরত্ব। এমনই এক বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠেছে।

সম্প্রতি ট্যুইটারে  চিত্রা ত্রিপাঠী নামে এক সাংবাদিক
শনিবার তাঁর টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, এক মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছে। যেখানে অনেকেই মাস্ক পরে রয়েছেন, আবার অনেকেরই আবার নাক-মুখ খোলা রেখেই সেখানে উপস্থিত। ভিডিয়োতে দেখা যাচ্ছ্‌ ফুট তিন-চারেকের দূরত্বে দাঁড়িয়ে বর-কনে। প্রথমে কনে দু' হাতে দুটি লাঠির ডগায় মালা নিয়ে তা বরের গলায় পরিয়ে দিচ্ছেন। এর পর কনের গলায় মালা দেওয়ার পালা। এতক্ষণ দেখে মনে হচ্ছিল, পরস্পরের ছোঁয়া এড়িয়েই মনে হয় এই বিয়ে সম্পন্ন হবে। কিন্তু সেই ধারণা ভাঙতে বেশি সময় লাগে না।বরের গলায় মালা দেওয়ার রীতি সম্পন্ন করার জন্যে কনেকে সাহায্য করতে দু'দিক থেকে দু'জন এগিয়ে আসেন। মালা বদলের লাঠি নিজের হাতে নিতে এগিয়ে আসেন বরও। সব মিলিয়ে মোট চার জন এক সঙ্গে সেই লাঠির সাহায্যে মালা বদলে সাহায্য করতে উদ্যত হন। আর একটা সময় চার জনই খুব কাছে চলে আসেন। ফলে দূরত্ব বজায় রেখে মালা বদলের চেষ্টা শেষ পর্যন্ত ব্যার্থ হয়েছে। যদিও ওই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে।
  

Pages