বিবিপি নিউজ: কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আজ সোমবার থেকে খুলেছে মদের দোকান! আর সকাল হতেই দোকানে দোকানে উপছে পড়ল সুরা প্রেমীদের ভিড়। কোথাও ভিড় সামলাতে 'হিমশিম খেল পুলিশ। কোথাও আবার মদের জন্য ইট পেতে অভিনব লাইন দিলেন দোকানের সামনে। তবে বিচিত্র দেখা মিলল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাড়া কালিঘাটে।
মদ কিনতে সামাজিক দূরত্ব শিকেয় উঠলো। কাঁটায় কাঁটায় সকাল ন'টায় দোকান খুলবে কিনা ঠিক নেই! অথচ কালীঘাট ফায়ার ব্রিগেডের পাশে রিজেন্ট ওয়াইন শপ থেকে কালীঘাট ব্রিজ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের লাইন! সমাজের বিভিন্ন স্তরের মানুষকেই দেখা মিলল লাইন দিতে। মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখ পর্যন্ত চলে গিয়েছিল সেই লাইন।
যে এলাকায় সারা বছরই ১৪৪ ধারা জারি থাকে। কিন্তু আজ সকালে সুরাপ্রেমীদের জন্য লাইনে তা লংঘিত হয়। অন্যদিকে লকডাউনের বিধি ভেঙে ক্রমশ বাড়তে থাকে লাইন। শেষমেশ আসরে নামে কালীঘাট থানার পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। শুধু কলকাতায় নয় রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে একই ছবি দেখা গিয়েছে মদের দোকানের সামনে।
