২০ বছর ধরে মাথায় হেলমেট পরে আছেন এই মহিলা! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

২০ বছর ধরে মাথায় হেলমেট পরে আছেন এই মহিলা!




বিবিপি নিউজ: আমাদের কয়েক ঘণ্টা হেলমেট পরে থাকতে বললে মাথা গরম হয়ে যায়। স্বাভাবিকভাবে অনেকেই বাইক চালিয়ে যায় তবে হেলমেট পরে‌ না। হেলমেট কোনো দূর্ঘটনার হাত থেকে মাথাকে সুরক্ষা দিতে সহায়তা করে। কিন্তু শুনতে অবাক লাগলেও এক দু-দিন, বা এক দু-বছর নয়। টানা কুড়ি বছর ধরে মাথায় হেলমেট পরে আছেন এই মহিলা। নাম তার ফাতেমা গাজেভি। মরক্কোর বাসিন্দা। তিনি বিগত ২০ বছর ধরে মাথায় মহাকাশচারীদের হেলমেট পড়ে আছেন। 

জানা গেছে, ফতিমা একটি বিরল ত্বকের রোগে ভুগছেন, যার নাম জিরোডার্মা পাইগামেন্টোসাম। এই রোগে আক্রান্তদের ত্বকে রোদ লাগলে মারাত্মক ক্ষতি হয়। সাধারণত প্রত্যেকের শরীরে বিশেষ করে মুখে রোদ পড়তে পড়তে একসময় চামড়া পুড়ে যায়, তবে কোষগুলো তা নিজে থেকেই ঠিক করে। কিন্তু এই রোগের কারণে নিজে থেকে কোষ আবার ঠিক হতে পারে না। এই পরিস্থিতিতে মুখে সূর্যের আলো পড়লে ত্বকে ক্যান্সার হতে পারে। ফতিমার বয়স যখন ১৩ ছিল, তখন তার এই রোগ ধরা পড়ে। তিনি গত ২০ বছর ধরে হেলমেট পরে শরীরকে রোদের হাত থেকে বাঁচিয়ে রাখছেন। ফতিমা এ কারণে দিনের বেলা বেশির ভাগ সময় ঘুমায় এবং রাতে বাইরে বের হয়। রোদ না থাকলেও ঘর থেকে বাইরে বের হতে মাস্ক ও গ্লাভস ব্যবহার করেন তিনি।

Pages