বিবিপি নিউজ: মাঝ নদীতে ডুবল কয়লা বোঝাই বার্জ। কোনোরকম ভাবে প্রানে বাঁচলেন নাবিক সহ বার্জের কর্মীরা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের কাছে হুগলি নদীতে। জানা গেছে, সাগর থেকে কয়লা নিয়ে হুগলি নদী ধরে কলকাতা বন্দর যাচ্ছিলেন। নদীর চরে ধাক্কা লেগে বার্জে ফাটল ধরে। এরপরেই জল ঢুকতে থাকে বার্জের মধ্যে, শেষে কয়লা সহ নদীতে তলিয়ে যায় বার্জটি।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারের হুগলি নদী ধরে সাগর থেকে আড়াই হাজার টন কয়লা নিয়ে ভারতীয় পণ্যবাহী বার্জটি কলকাতা বন্দরে যাচ্ছিল। কিন্তু হলদিয়া ও কুকড়াহাটির মাঝে নদীর চরে ধাক্কা লাগলে বার্জটির মাঝ বরাবর ফাটলের সৃষ্টি হয়। এদিন ওই দুর্ঘটনাগ্রস্ত বার্জ থেকে ছোট নৌকো ও ইঞ্জিন চালিত নৌকাতে করে কয়লা উদ্ধারের কাজ চালানো হলেও ভাটার কারণে থমকে যায় সেই কাজ। নদীর জোয়ারের জলের চাপে একদিকে কাত হয়ে যেতে থাকে দুর্ঘটনাগ্রস্ত বার্জটি। তারপর ধীরে ধীরে জোয়ারের জল ঢুকে নিমেষেই নদীতে তলিয়ে যায়। কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা। যদিও বার্জে থাকা নাবিক ও কর্মীরা সকলেই সুরক্ষিত বলে জানা গেছে।

