বিবিপি নিউজ: বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ৫০ দিন কেটে গিয়েছে। এরপরে যত দিন গড়াচ্ছে ততই মৃত্যুর রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিগত ৪৮ ঘন্টায় পাল্টে দিয়েছে এই তদন্তের দিশা। অভিনেতার মৃত্যু মামলায় পাটনা পুলিশ মামলার তদন্ত শুরু করার পর থেকেই একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার এই মামলায় হস্তক্ষেপ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED).
জানা গিয়েছে, পাটনা পুলিশের কাছ থেকে সুশান্তের পরিবারের তরফে দায়ের FIR-এর কপি চেয়ে পাঠিয়েছে ইডি। এই মামলায় কোনও আর্থিক কেলেঙ্কারি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুশান্তের তিনটি কোম্পানির মধ্যে দুটি কোম্পানিতে ডিরেক্টরের পদে রয়েছেন রিয়া চক্রবর্তী ও রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। সুশান্তের বাবার অভিযোগ সুশান্তের বান্দ্রার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ‘গায়েব’ হয়েছে ১৫ কোটি টাকা। সেই টাকা কোথায়, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে সেই সম্পর্কে কোনও তথ্য জানা নেই। তা কোনওভাবেই সুশান্তের সঙ্গে জড়িত নয়। এছাড়াও আরও অভিযোগ করেছেন সুশান্তের বাবা তাঁর চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। এক দেখার মামলা কোন পথে এগোয়।
