বিবিপি নিউজ: সোমবার সকালে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হয়ে DYFI কর্মীর মৃত্যুর দিনেই সিপিএম কর্মীর মৃতদেহ উদ্ধার হল। এর জের চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলা এলাকায়। মৃতের নাম রফিক সাহেব। তিনি সিপিএমের শাখা সম্পাদক ছিলেন। রবিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের নেতারা। জানা গেছে, রবিবার রাতে রফিক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কেউ। সারা রাত তাঁর খোঁজ মেলেনি। সকালে ডালখোলার রানিগঞ্জে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। দেহ উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের দাবি, ‘ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে বাম কর্মীদের নিশানা করেছে তৃণমূল। সেই উদ্দেশেই রফিক সাহেবকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে। যদিও তৃনমূল এই অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
Home
জেলা
উত্তর দিনাজপুরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, অভিযোগের তির তৃণমূলের দিকে
